নির্বাচন কমিশন থেকে এন আইডি সরিয়ে নেওয়ার প্রতিবাদে "স্ট্যান্ড ফর এন আই ডি" কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
নির্বাচন কমিশন থেকে এন আইডি সরিয়ে নেওয়ার প্রতিবাদে কক্সবাজারে "স্ট্যান্ড ফর এন আই ডি" কর্মসূচি পালিত।
নুরুল ইসলাম, কক্সবাজার
জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে (১৩ মার্চ) বৃহস্পতিবার কক্সবাজার নির্বাচন অফিসের সামনে কক্সবাজারে কর্মরত (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করেছে।
১২ মার্চ বুধবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন , তিনি বলেন, বিগত সরকার এনআইডি প্রথমে সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু সবাই চায় এটি ইসির অধীনে থাকুক। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত নেয় এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করে তা ইসির অধীনেই ন্যস্ত করার। কিন্তু আরেকটি উদ্যোগ মাঝখানে নেওয়া হয়েছে, আলাদা কমিশন গঠন করে এনআইডি পরিচালনার জন্য।
তাই পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ মার্চ কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে কক্সবাজারে কর্মরত কক্সবাজারের জেলা, উপজেলায় কর্মকর্তা, কর্মচারী ও অংশিজনরা নির্বাচন কমিশন (ইসির) সকল কর্মকর্তা কর্মচারীরা ‘স্ট্যান্ড ফর এনাইডি’ কর্মসূচিতে (মানববন্ধন) করেন।
এই কর্মসূচী আজ সারা দেশে সব নির্বাচন কমিশনের কার্যালয়ে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত কর্মসূচি পালন করে। এরমধ্যে কোনো সাড়া না পেলে পরবর্তীতে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেই।
এদিকে কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই স্ট্যান্ড ফর এনআইডি শীর্ষক একটি ফটোকার্ড দিয়ে নিজেদের ফেসবুক প্রোফাইল পরিবর্তন করেছেন ইসির সব কর্মকর্তা-কর্মচারীরা।
আপনার মতামত লিখুন :