নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে টিআইবি ও সনাকের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে টিআইবি ও সনাকের মানববন্ধন
মো নাজমুল হোসেন
পিরোজপুর জেলা প্রতিনিধি :
নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে শিশু, নারী নির্যাতন কারীদের সামাজিকভাবে বয়কট ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর সচেতন নাগরিক কমিটি(সনাক)।
রবিবার(১৬ মার্চ) বেলা ১১টায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজে মানবিক ও নৈতিক অবক্ষয়ের কারণে কন্যা শিশুদের ভোগ্যপণ্য বিবেচনায় নিয়ে ধর্ষণ ও হত্যার মত অপকর্মে লিপ্ত রয়েছে। বর্তমানে এর মাত্রা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় কন্যা শিশু ও নারীদের নিয়ে অভিভাবকরা রীতিমতো আতঙ্কিত। দেশে ন্যায়বিচার না থাকায় নারী ও কন্যা শিশু ধর্ষণ, নির্যাতন নিত্যনৈমিতিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
নারী ও কন্যা শিশু নির্যাতন, ধর্ষণ,আইনের যথাযথ প্রয়োগের অভাব, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়া,বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতা ইত্যাদির কারণে সামাজিক জীবনে নিরাপত্তাহীনতার পাশাপাশি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। নারী ও কন্যা শিশুদের প্রতি এ ধরনের আচরণ দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদী সু-পরিকল্পিত কার্যক্রম গ্রহণ করা একান্ত জরুরী। নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ কারীদের পক্ষে আদালতে আইনি সহায়তা না দেওয়া,আইনের ফাক ফোকর থেকে অপরাধীরা যেন বেরিয়ে আসতে না পারে সে ব্যাপারে রাষ্ট্র পক্ষ সহ সকলকে আহ্বান জানানো হয় এবং শিশু আছিয়া সহ সকল নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির জোর দাবি ও জানানো হয়।
সনাকের সদস্য খালিদ আবু এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,সনাকের সহ-সভাপতি খায়রুন্নাহার রুবি, সনাক সদস্য এডভোকেট শহীদুল্লাহ খান, অধ্যাপক শাহ আলম শেখ, মহিউদ্দিন আকন, ফিরোজ খান, সনাকের ইয়েস সদস্য পূজা সরকার,আফরোজা তুলি, প্রসেনজিৎ ও ব্রাকের রিজিওনাল ম্যানেজার উর্মি ভাদুরী প্রমুখ।
আপনার মতামত লিখুন :