হাসপাতালের রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন বিএনপি নেতা কাজল
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মাটিরাঙ্গা হাসপাতালের রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন বিএনপি নেতা কাজল
খাগড়াছড়ি প্রতিনিধি :
কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ইফতার বিতরণ করেছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।
সোমবার (১৭ মার্চ) মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত চিকিৎসাধীন রোগী ও রোগীর স্বজনদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা পৌর বিএনপি'র সভাপতি মো. শাহজালাল কাজল মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে ইফতার বিতরণ করেন।
ইফতার বিতরণ কালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া'র নির্দেশনায় যে যার জায়গা থেকে ছিন্নমূল মানুষ এবং হাসপাতালে থাকা রোগীরা যেন সঠিকভাবে ইফতার করতে পারেন সেই ব্যবস্থা করা। আমরা আমাদের নেতার নির্দেশনা ক্রমে সাধারন মানুষের মাঝে ইফতার পৌঁছে দিয়েছি। আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :