থানায় হামলার ঘটনায় বিএনপির ৫ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জয়পুরহাটে থানায় হামলার ঘটনায় বিএনপির ৫ নেতাকর্মী গ্রেপ্তার
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে পৃথক দুই মামলায় বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দুইটি হলো- থানায় হামলা করে পুলিশকে আহত করা অন্যটি চাঁদাবাজির মামলা। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ক্ষেতলাল থানায় হামলার ঘটনায় পুলিশের পক্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থসহ ২০ জনের নাম উল্লেখ ও ২শ' থেকে ৩শ' জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন আহত এসআই সঞ্জয় কুমার বর্মন।
একই সঙ্গে চাঁদাবাজির অভিযোগে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের নাম উল্লেখ করে আহত বিএনপি নেতা তোফাজ্জল হোসেনের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে অন্য মামলাটি করেন।
এসব মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- মিনিগারী গ্রামের ফারুক হোসেন (৩৫), শাখারুন্জু গ্রামের জুয়েল শাহ (৪৮), সূর্যবান গ্রামের দেলোয়ার হোসেন বাবু (৪৬), দিঘীপাড়া গ্রামের দেলোয়ার হোসেন সজীব (২০) ও মহেশপুর গ্রামের উজ্জল হোসেন (৩১)।
জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানায় হামলা ও পুলিশকে আহত করার মামলায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় জেলা বিএনপি আহবায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান ক্ষেতলাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পার্থকে কারণ দর্শাণোর নোটিশ দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :