"আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়"
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়, বললেন ফখরুল
স্টাফ রিপোর্টার
কবির হোসেন শান্ত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়।
শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়, বাস্তবতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, দেশের ক্রান্তিকালীন এই সময়ে ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণ নতুন গণতান্ত্রিক সংসদের প্রত্যাশায় রয়েছে।
প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।
আপনার মতামত লিখুন :