ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু : ট্রাক চালক আটক
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু : ট্রাক চালক আটক
মো নাজমুল হোসেন
পিরোজপুর জেলা প্রতিনিধি :
ট্রাকের ধাক্কায় পিরোজপুরে আরিফ (২৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৩মার্চ) সকাল ১০ টার দিকে পিরোজপুর সদর উপজেলার বরিশাল পিরোজপুর মহাসড়কের ছোট খলিশাখালী কাঠের পোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে।
নিহত মো. আরিফ সদর উপজেলার খলিশাখালী এলাকার মৃত আলী আজগর সেখের পুত্র। সে একজন পেশাদার ভ্যান চালক।
প্রত্যক্ষদর্শী সালাউদ্দিন শেখ জানান,রোববার সকালে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর- বরিশাল মহাসড়কের ছোট খলিশাখালী কাঠের পোল এলাকায় পার্শ্ব রাস্তা থেকে আসা আরিফ নামে এক ভ্যান চালক ভ্যান নিয়ে মহাসড়কে বের হলে বরিশাল থেকে আসা একটি ট্রাক ভ্যান চালককে ধাক্কা দেয়, এতে ভ্যান চালক ছিটকে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা:রেবেকা সুলতানা জানান,আরিফ নামে এক ভ্যান চালককে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়।
পিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন,সদর উপজেলার খলিশাখালী গ্রামে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকচালককে ও আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :