মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে নুরুল ইসলাম-করিম-গিয়াস
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে নুরুল ইসলাম-করিম-গিয়াস
খাগড়াছড়ি প্রতিনিধি :
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাটিরাঙ্গা উপজেলা শাখার চতুর্বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুরের দিকে মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. এরশাদ আলীর সভাপতিত্বে কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক মো. নুরুল আবছার।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে মো. নুরুল ইসলাম সভাপতি পদে ও মো. আব্দুল করিম সাদারন সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। অন্যদিকে মো. গিয়াস উদ্দিন প্রতিদ্বন্ধি দুই প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মো. গিয়াস উদ্দিনের প্রাপ্ত ভোট ১৪৫। অন্যদিকে একই পদে মো. জাকির হোসেন ৩৭ ভোট ও মো. ফারুক হোসেন ১০ ভোট পেয়ে পরাজিত হন।
আপনার মতামত লিখুন :