আজ শুক্রবার, ৪ undefined ১৪৩২| ৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
ad728

বিকাশ ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে ৫ লাখ টাকা ছিনতাই


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

জামালপুরে বিকাশ ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে ৫ লাখ টাকা ছিনতাই 


জাকিরুল ইসলাম বাবু
জামালপুর প্রতিনিধি



জামালপুরের মেলান্দহে রফিকুল ইসলাম (৪৩) নামে এক বিকাশ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাঁচ লাখ টাকা ও চারটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় মো. ফারুক (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে  শনিবার  ( ২২ মার্চ) রাত সাড়ে-১১টা দিকে মেলান্দহ পৌরসভার কামদেববাড়ী এলাকায়

 

এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো গতকাল শনিবার রাতে সাড়ে ১১টা দিকে পৌরসভার কামদেববাড়ী এলাকার বশর উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম মেলান্দহ বাজারের গো-হাটি সংলগ্ন বিকাশের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা চাকদহ এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ফারুক (৩৪) এবং মৃত আব্দুল মতিনের ছেলে আশিক (২৫) সহ আরও কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। 

 

এসময় রফিকুলকে এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। রফিকুলের সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা, চারটি মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নেয় তারা। রফিকুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ছিনতাইয়ের সময় আসামি ফারুক ঘটনাস্থলে নিজের মোবাইল ফেলে যায়। পরে মোবাইলটি আনতে গেলে স্থানীয়দের হাতে ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, ছিনতাই কাজে ব্যবহৃত একটি হাতুড়ি জব্দ করা হয়েছে।

 

এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আশিকসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ