বাংলাদেশের জুয়ার অনেক বড় নাম ভেল্কি কোম্পানির
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাদেশের জুয়ার অনেক বড় নাম ভেল্কি কোম্পানির।
এটি আওয়ামী সরকারের আমলে অনেক প্রসারিত ছিল বিভিন্ন গ্রাম ও শহরের প্রায় সব মানুষ এই ভেল্কি জুয়ায় আসক্ত।
বিশেষ করে ব্যাংক এবং সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এদের প্রায় ৭৫% মানুষ ভেল্কি সাইটে আসক্ত।
আওয়ামিলীগের চত্র ছায়ায় এ সব কোম্পানি গড়ে উঠলেও এরা বরাবরের মতই মুখশের আড়ালে কাজ করে আসছে সব সময়।
আওয়ামিলীগ এদের সবসময় ধরা ছোয়ার বাহিরে রেখেছে।
আওয়ামিলীগ এই ভেল্কি কোম্পানির কাছে থেকে কমিশন এবং শেয়ারের মাসওয়ারা পেত সব সময় প্রতি মাসে।
এই জুয়া বর্তমানে যুবক, মধ্যবয়সী, বয়স্ক সবাই এ জুয়ায় আসক্ত।
এই ভেল্কি জুয়ায় আসক্ত হয়ে অনেক পরিবার এখন ধংশের মুখে, কেও কেও করেছে আত্মহত্যা, এসব কি আমাদের দেশে থামবে না?
কেন আমাদের দেশের প্রসাসন এদের বিরুদ্ধে কিছুই করতে পারে না।
আমাদের দেশের প্রসাসন ও কি তাহলে তাদের সাথে জড়িত???
দৈনিক বেলা বার্তা অনেক তথ্যই এ কোম্পানি বিরুদ্ধে সংগ্রহ করেছে।
আমরা দেশের জনগন জানতে চাই এদের পিছনে কে বা কারা যাদের ছত্র ছায়ায় এরা এত শক্তিশালী হয়ে উঠেছে।
বিকাশ, নগদ, রকেট কোম্পানির মাধ্যমে এদের নিকট টাকা পৌছায়, বিকাশ, নগদ, রকেট কোম্পানি কি।জানে না আমার মনে হয় তারাও এ ব্যাপারে অবগত।
মোবাইল ফাইনেন্স কোম্পানি জেনে শুনেই ভেল্কি জুয়ার কোম্পানিকে সাহায্য করছে।
ভুক্তভোগী একজনের সাথে ( নাম প্রকাশে অনিচ্ছুক) এক ভেল্কি সাইট ব্যাবহারকারীর সাথে কথা বলে আমরা এ সব তথ্য সংগ্রহ করি।
বিকাশ, নগদ, রকেট এর কিছু নাম্বার নিচে দেয়া হলো : যে সব নাম্বারে ভেল্কি জুয়ার কোম্পানি মুলত লেনদেন করে থাকে।
01812290324 বিকাশ পেমেন্ট নাম্বার যা ভেল্কি জুয়ায় টাকা ডিপজিট করার জন্য ব্যবহারকারী কে দেয়া হয় টাকা পাঠানোর জন্য।
বিকাশ পারসনাল 01893589513 নাম্বার যেটা দেয়া হয় ব্যবহারকারীকে টাকা ডিপজিিট করার জন্য।
একজন ভেল্কি এজেন্ট এর তথ্য আমাদের বেলা বার্তার কাছে আছে।
যা একটি ভেল্কি সাইট ব্যবহারকারীর কাছে থেকে সংগহ করা আছে।
তার এজেন্ট আইডি ওয়াটস আপ নাম্বার দেয়া হলো +855 96 297 5471
এ সব বিদেশি নাম্বার ব্যবহার করে ভেল্কি জুয়ার কোম্পানি মানুষের সাথে প্রতারনা করে আসছে প্রতিনিয়ত।
এদের কার্যক্রম এ দেশে বন্ধ করা অতিব জুরুরি।
এভাবেই এসব জুয়ার কোম্পানি আমাদের দেশ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে।
আওয়ামিলীগ সরকার পতনের পরেও এরা এখনো কিভাবে এ দেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আমাদের দেশের আইন প্রয়োগকারী সকল প্রতিষ্ঠানকে বলতে চাই আপনারা এসব জুয়ার সাইট বন্ধ করার ব্যবস্থা গ্রহন করুন, তা না হলে এদেশের যুব সমাজ দেশকে ধংশের পথে নিয়ে যাবে।
দৈনিক বেলা বার্তা
ডেস্ক রিপোর্ট।
আপনার মতামত লিখুন :