যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত জয়পুরহাটে
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
জেলা প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় জয়পুরহাটে ও যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।
বুধবার (২৬ মার্চ ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
এ উপলক্ষে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল,মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,প্রেসক্লাব, সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
আপনার মতামত লিখুন :