সেহরীর খাবার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সেহরীর খাবার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা
মোঃ জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি গাইবান্ধা
পবিত্র রমজান মাসে ছিন্নমূল মানুষদের জন্যে ইফতারির আয়োজন প্রায়ই চোখে পড়ে। কিন্তু ওই মানুষগুলোই সেহরিতে কি খাচ্ছে? খেতে পারছে কীনা? এসব কি ভেবেছেন? তবে অনেকের মনে এই প্রশ্ন না এলেও এই উদ্যোগটি নিয়েছেন গাইবান্ধা নারী ও শিশু কল্যান সংস্থার । প্রতি রাতে স্টেশন প্লাটফর্মের থাকা ছিন্নমূল অসহায় মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে পাঠানো খাবারের প্যাকেট ও পানির বোতল। এই মানবিক কাজ চলছে পুরো রমজান জুড়ে।
জানা গেছে, রোজার দশম রমজান থেকে গাইবান্ধা শহরের স্টেশন প্লাটফর্ম ও আশেপাশে থাকা ছিন্নমূল, ভাসমান ও দারিদ্র্য মানুষের মাঝে মধ্যরাতে সেহরি বিতরণ করছেন সাংগঠনের সদস্যরা। প্রতিদিন অধ শতাধিক মানুষের বাসায় রান্না করা খাবার দিয়ে থাকেন। মূলত রমজানে ছিন্নমূল ও দারিদ্র্য মানুষের মাঝে অনেকে ইফতার বিতরণ করেন। কিন্তু সেহরিতে ঠিকমতো খাবার পান না এই মানুষগুলো। তাই গভীর রাতে এই বিনামূল্যে সেহরি বিতরণ কর্মসূচিতে ক্ষুধা মিটছে অনেক ছিন্নমূল- অনাহারী মানুষের। প্রতিদিনের ন্যায় গত রাতেও ঐ মানুষ গুলোর কাছে সেহরীর জন্য খাবারের প্যাকেট পৌছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বি-এনপির সহঃসভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি এ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি নুরে আলম জাহাঙ্গীর, গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবুল কায়ছার সরকার প্লাবন, সৈয়দ মুশফিকুর রহমান রুমন, মাহিদুল ইসলাম মাহী, মশিউর রহমান মিঠু, নাজিম আহাম্মেদ রানাসহ আরো অনেকে।
পুরো রমজানজুড়ে মাসব্যাপী বিনামূল্যে সেহরি বিতরণ কর্মসূচির দায়িত্বে আছেন সাধারণ সম্পাদক কায়ছার প্লাবন । এ বিষয়ে তিনি জানান, অসহায় -ছিন্নমূল মানুষের কষ্টের কথা চিন্তা করে উদ্যোগ হাতে নিয়েছেন তারা । রমজানের শুরু থেকে চলমান এই কার্যক্রম পুরো রমজানজুড়েই থাকবে।'
আপনার মতামত লিখুন :