ad728

সাংবাদিকদের সাথে পিরোজপুর পুলিশ সুপারের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

সাংবাদিকদের সাথে পিরোজপুর পুলিশ সুপারের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

মো: নাজমুল হোসেন
 পিরোজপুর জেলা প্রতিনিধি : 


পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরের এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭মার্চ) সন্ধ্যায় জেলা পুলিশের আয়োজনে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

 প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পিরোজপুর পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য  রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত শেখ মুস্তাফিজুর রহমান। 

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান,সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সোবাহান সহ পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্পাদকসহ পুলিশের সদস্য ও প্রেস ক্লাবের সদস্যগন উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের তার বক্তব্যে বলেন,সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করে, পিরোজপুরের সাংবাদিকরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে,তা দেশের জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য একটা উদাহরণ হতে পারে। অন্যায় ও অপরাধ নিমূলে পিরোজপুরের পুলিশ ও সাংবাদিকেরা একসাথে কাজ করে বলে তিনি উল্লেখ করেন। 

তিনি আরো বলেন, সাংবাদিকরা প্রত্যন্ত অঞ্চলের খবরাখবর সংগ্রহ করে,কোথায় কোন অন্যায় অপরাধ সংগঠিত হচ্ছে তা তাদের নখদর্পণে থাকে। সাংবাদিকরা পুলিশকে সহযোগিতা করলে অতি সহজে অপরাধী সনাক্ত করা সম্ভব হয়, সমাজ থেকে যেকোনো অন্যায় অপরাধ নির্মূল করা সহজ হয়।এ ব্যাপারে তিনি পিরোজপুরের সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং উভয়ের মধ্যে আরো সুসম্পর্ক স্থাপনের কথা ব্যক্ত করেন।