এতিমদের সম্মানে ইফতার মাহফিল দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার মাহফিল দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার
কবির হোসেন শান্ত
মনোহরগঞ্জ (কুমিল্লা)
এতিমদের সম্মানে মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে এতিম শিক্ষার্থী ও আলেমদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মনোহরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক আবদুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক মনোহরগঞ্জ সংবাদদাতা আবদুল গাফফার সুমন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন মনোহরগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন সোহাগ, দৈনিক কালবেলা মনোহরগঞ্জ প্রতিনিধি মো. হাছান, দৈনিক ভোরের পাতার মনোহরগঞ্জ প্রতিনিধি আহমেদ উল্লাহ, দৈনিক জবাবদিহি মনোহরগঞ্জ প্রতিনিধি মো. নাছির উদ্দিন, দৈনিক রুপালি বাংলাদেশ মনোহরগঞ্জ প্রতিনিধি আনোয়ার চৌধুরী রিপন, দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার প্রতিনিধি মো. রফিকুজ্জামান হিরন প্রমুখ।
আপনার মতামত লিখুন :