জয়পুরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জয়পুরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরের গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যান এর বিরুদ্ধে ফেইসবুক লাইভে মিথ্যা অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান।
শনিবার বেলা ১১টায় গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের হলরুমে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আমার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের দীঘিরপড়া কাশিড়া এলাকায় সড়ক উন্নয়ন কাজ চলছিল সে সময ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেন কাজে বাধা প্রদান করেন। আমার ইউনিয়নে আমি সহ ১৩ জন সদস্য এর মধ্যে উল্লেখিত সেলিম হোসেন, আব্দুল বাছেদ বিগত পতিত সরকারের আওয়ামীলীগ নেতা ছিলেন। এর মধ্যে তারা বিভিন্ন মামলায় পালাতকও রযেছেন।
এই সেলিম আমার বিভিন্ন কাজে বাধা প্রদানসহ নানা অনিয়মের সাথে জড়িত। নানা অনিয়মর জন্য তাকে পরিষদ থেকে কারন দশনার নোটিশ করা হয়। তার প্রেক্ষিতে সে গত ২৭ মার্চ রাতে ক্ষিপ্ত হয়ে আমার নামে নানা রকম অনিয়মের কথা সোশ্যাল মিডিয়া ফেইসবুকে অপপ্রচার করে। সে আমার নামে বিভিন্ন মিথ্যা কথাবর্তা বলে, এতে আমার সম্মানহানী হয়েছে। তিনি বলেন, সেলিম মেম্বার যে মিথ্যা আপবাদ দিযেছে তা সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন। ইউপি সদস্য সেলিম কারণ দর্শানো নোটিশের জবাব না দেয়ায় ইউনিয়ন পরিষদ অনাস্থা প্রস্তাব আনবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বাছেদ ও সেলিম হোসেন বাদে বাকি সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :