মাটিরাঙ্গায় আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মাটিরাঙ্গায় আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি :
অপারেশন ডেভিল হান্ট'র আওতায় চলমান অভিযানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো. আব্দুল কাদের (৫৬) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী মো. ইয়াছিন মোল্লার ছোট ভাই।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের দেওয়ানবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা মো. আব্দুল কাদের আমতলী ইউনিয়নের দেওয়ান বাজার (ইয়াছিন মেম্বার পাড়া) এলাকার মৃত: মকবুল আহাম্মদের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: তফিকুল ইসলাম তৌফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি আব্দুল কাদেরকে আমতলী ইউনিয়নের দেওয়ান বাজার (ইয়াছিন মেম্বার পাড়া) এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পরবর্তী পদক্ষেপ গ্রহনে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: তফিকুল ইসলাম তৌফিক।
আপনার মতামত লিখুন :