ad728

মাটিরাঙার বড়নালে ঐতিহ্যবাহী 'ধ' খেলায় মেতেছে মারমা জনগোষ্ঠি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মাটিরাঙার বড়নালে ঐতিহ্যবাহী 'ধ' খেলায় মেতেছে মারমা জনগোষ্ঠি

খাগড়াছড়ি প্রতিনিধি :

বর্ণিল আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বড়নালে মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষ্যে মারমাদের ঐতিহ্যবাহী 'ধ' খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানকে ঘিরে ঐতিহ্যবাহী 'ধ' খেলা ও 'দড়ি' খেলায় মেতে উঠেছে মারমা জনগোষ্ঠির লোকজন।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালের দিকে বড়নাল থৈলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি থৈইঅংগ্য মারমার সভাপতিত্বে বর্ণিল এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, খাগড়াছড়ি জেলা মারমা ঐক্য পরিষদের সহ-সভাপতি সুইলাপ্রু মারমা, যুগ্ম-সম্পাদক অংহ্লা মারমা ও বড়নাল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. মোমিনুর রহমান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসিবুর, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, সাধারন সম্পাদক মো. আলগমীর হোসেন ও মমাটিরাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিগত সসরকারের ফ্যাসিবাদী আচরনের ফলে মারমা জনগোষ্ঠির ইতিহাস ও ঐতিহ্যমন্ডিত সাংগ্রাই উৎসব হারিয়ে যেতে বসেছিল মন্তব্য করে বক্তারা বলন, এ বছর পাহাড়জুড়ে স্বারম্বরে সাংগ্রাই উদযাপিত হচ্ছে। গেল ১৭ বছর এ পাহাড়ে জাতিগত বিভেদ সৃষ্টি করারর পাশাপাশি পাহাড়ের সংস্কৃতিকে গলা টিপে হত্যা করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে আবারো পাহাড় উৎসবে মেতে উঠেছে। বৈসাবীকে ঘিরে স্ব স্ব জাতিগোষ্ঠি তাদের স্ব স্ব উৎসব আয়োজন করছে। 
 
খাগড়াছড়ি জেলা মারমা ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক অংহ্লা মারমা বলেন, গত ১৭ বছরে আমরা মন খুলে,  প্রাণ খুলে এমন আয়োজন করতে পারিনি। 
 পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে জেলাজুড়ে আমরা উৎসব করছি। এ উৎসব আয়োজনে সরকারের পাশাপাশি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া পৃষ্ঠপোষকতা করেছেন। এজন্য জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

পরে মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।