সয়াবিনের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সয়াবিনের দাম বৃদ্ধির প্রতিবাদে
গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ
১৯.০৪.২০২৫ ইং
মোঃ জাহাঙ্গীর আলম গাইবান্ধা
সয়াবিনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধ, বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবিতে ও সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই শেষ হয়। বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল এর সভাপতিত্বে বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি’র জেলা সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, বাসদ মার্কসবাদী জেলা নেতা এ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ জেলা নেতা আফরুজা বেগম, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য মিতা হাসান, ছাদেকুল ইসলাম মাস্টার প্রমুখ।
বক্তারা বলেন, যেসময় সাধারণ মানুষের আয় কমেছে সেই সময় সয়াবিনের দাম লিটারে ১৪টাকা বৃদ্ধির সিদ্ধান্ত জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করবে। সেই সাথে শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধিতে পণ্যমূল্য বাড়বে যা জনগণের উপরই পড়বে। বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্যুতের দাম বৃদ্ধির পায়তারা করছে। পেঁয়াজের দাম ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। তারা নিত্যপণ্যের উপর যখন তখন ভ্যাট আরোপেরও সমালোচনা করেন এবং অবিলম্বে সয়াবিনের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানান। সেই সাথে বক্তারা ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানান ও হত্যাযজ্ঞ বন্ধ করতে উদ্যোগ গ্রহণ করতে জাতিসংঘের প্রতি আহবান জানান।
আপনার মতামত লিখুন :