চাঁদপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বাসুদেব সরকার, চাঁদপুর জেলা প্রতিনিধি :
রবিবার চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে চাঁদপুর পুলিশ লাইনস মাঠে পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের ফেসবুক ভেরিফাইড পেইজ হতে এই তথ্য জানা যায়।
চাঁদপুর ডিস্ট্রিক্ট পুলিশ নামে ফেসবুক ভেরিফাইড পেইজে বলা হয়েছে, চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে রবিবার (২০ অক্টোবর ২০২৪ খ্রি.) পুলিশ লাইনস মাঠে কিট প্যারেড পরিদর্শন করেন জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর।
অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত সকলের সরকারি ইউনিফর্ম, বেল্ট, বুটসহ আনুষাঙ্গিক সরকারি কিট সামগ্রী পরিদর্শন করে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। চাঁদপুর জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
কিট প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব মোঃ জাহিদুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, চাঁদপুর।
এসময় জনাব মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :