ad728

বগুড়ায় দুই চাঁদাবাজ সহ তিনজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ পৌরসভা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজ সহ তিনজনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গত সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টায়  এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন -পৌর এলাকার চকভোলাখা গ্রামের মৃত ফজলার রহমান ফজলুর ছেলে শাহিনুর রহমান ও হবিবুর রহমানের ছেলে তারাজুল ইসলাম। এ বিষয়ে বগুড়া শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, সাম্প্রতিক সময়ে  শিবগঞ্জ এলাকায় সিএনজি অটোরিকশা থেকে জোরপূর্বক অবৈধভাবে চাঁদা আদায়  সংক্রান্ত অভিযোগে থানা পুলিশ এ ব্যবস্হা নেয়।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহেআলম বলেন,  শিবগঞ্জে কোন চাঁদাবাজের স্থান নেই। বিএনপির পক্ষ থেকে সকল চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্হা নিতে প্রশাসনের প্রতি আগেই অনুরোধ জানানো হয়েছিল। ভবিষ্যতে এ উপজেলায় কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে বিএনপির পক্ষ থেকে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক, জনাব,তাসনিমুজ্জামন এর কাছে জানতে চাইলে তিনি জানান।  পৌরসভার পক্ষ থেকে  রশিদ দিয়ে চাঁদা তোলার কোন অনুমতি নেই। অবৈধভাবে কেউ চাঁদা তুললে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ