বাগেরহাটের শরণখোলায় লোকালয় বাঘের প্রবেশ।
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
এম মোহাম্মদ ওমর।
দৈনিক বেলা বার্তা
শরণখোলায় ৪ নং সাউথখালী ইউনিয়নের ৮ নং চালিত বুলিয়া গ্রামে একটি বসতবাড়ির পাশেই বড় একটি বাগান বাড়ি। নুরুল হক ৫৫। নামের এক ব্যক্তি মাগরিবের নামাজ পড়তে যাবে এমন সময় বাঘের শব্দ শুনতে পায় তখন অন্ধকার হয়ে আসছে উনি হাতে থাকা টর্চ লাইট টি বাগান বাড়ির দিকে তাক করেছে তখনই তিনি দেখতে পান অনেক বড় একটি দাস বাঘ । উনি ভয়ে দৌড়ে ওখান থেকে তার নিজের ঘরে গিয়ে এলাকাবাসীকে ফোন করে জানায় এলাকাবাসী তখনই যার যার জায়গা থেকে সে বাগান বাড়ি দেখতে আসে এসে তারা দেখে যে আসলেই এলাকাতে দাস-বাঘ নামক একটি বাঘ এসেছিল এবং স্থানীয়দের টের পেয়ে বাঘ চলে যায়।
কিন্তু এখনো এলাকাবাসীর মনের ভিতরে আতঙ্ক ছড়িয়ে আছে
আপনার মতামত লিখুন :