২দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:-
শনিবার২৬অক্টোবর থেকে রোববার ২৭অক্টোবর দুই দিন বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল (হরিদাসপুরে)প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করবেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই এ বন্দর দিয়ে, ভারতের দুইদিনের জন্য বাংলাদেশে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন,ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল (হরিদাসপুর) প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন শনিবারও রোববার।
এ দুই দিন একাধিক কর্মসূচি ও স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। তার সার্বিক নিরাপত্তার স্বার্থে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রাহুল বর্মন জানান, অমিত শাহের আগমন উপলক্ষে গোটা পেট্রাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএসএফ ও পুলিশ বাহিনীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। সাথে ডগ স্কোয়াডও রয়েছে। পরিচয়পত্র ছাড়া বন্দরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান , “ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি ঘিরে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। পরেরদিন সোমবার থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।”
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের (ওসি-২) ওমর ফারুক মজুমদার বলেন, দুই দিনে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে কী না, আমার জানা নেই। সেহেতু ধরে নেওয়া যায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ভারতীয় ইমিগ্রেশন থেকেও যাত্রী চলাচল বন্ধ নিয়ে কিছুই জানায়নি আমাদেরকে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক)মামুন কবির তরফদার জানান, শনিবারও রোববার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বলে আবারো চিঠি দিয়েছেন ওপারের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি।
তিনি আরো বলেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গত২২ থেকে ২৪ অক্টোবর পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন করার কথা ছিল। এ কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু কর্মসূচি স্থগিত হওয়ায়, গত তিন দিন আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল#
আপনার মতামত লিখুন :