ad728

ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বাসুদেব সরকার, চাঁদপুর জেলা প্রতিনিধি : 

চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে বাজার মনিটরিং কার্য বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা উপস্থিত ছিলেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর, প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক, মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, এএসআই কাউচার, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক আমান উল্যা আমান, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজীব প্রমুখ। 

ভ্রাম্যমাণ আদালতে ফরিদগঞ্জ বাজারের পাইকারি ব্যবসায়ী মেসার্স বিসমিল্লাহির ট্রেডার্সকে অধিক মূল্য রাখায় ১০ হাজার টাকা, অধিক দামে ডিম বিক্রয় করায় শরীফ ও সম্রাট প্রত্যেককে ২ হাজার টাকা করে এবং ডিমের আড়তদার আব্দুল আজিজকে ১০ হাজার টাকাসহ ৪ ব্যবসায়ীর কাছ হতে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।