মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি বাজার থেকে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরের ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় আব্দুস সালাম বলেন, সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১৫/২০ দিন ধরে তিনি বেলছড়ি বাজার ও আশেপাশে ঘুরাফেরা করতে দেখা গেছে। আজ দুপুরে স্থানীয় ব্যবসায়ী হারুন যাত্রী ছাউনির পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পরে মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলামের নেতৃত্ব পুলিশ বেলছড়ি বাজারের যাত্রী ছাউনির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।
মাটিরাঙা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরীফ জানান, খবর পেয়ে থানা পুলিশ বেলছড়ি বাজার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয়দের সাথে কথা বলে তার নাম ও পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ সংরক্ষন করা হবে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :