ad728

স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে পূর্বনির্ধারিত মতবিনিময় সভা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ ময়মনসিংহ ও শেরপুর জেলা সফরের উদ্দেশে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে জামালপুর রেলওয়ে স্টেশনে নামেন ২৫ অক্টোবর দুপুর ২টায়। তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় জামালপুর জেলা পুলিশ, সিভিল সার্জন, রেলওয়ে থানা পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান মো. হারুন অর রশিদসহ শেরপুর জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাকে ঘিরে জেলা পর্যায়ের উপস্থিত সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের বেশ ব্যতিব্যস্ততা লক্ষ্য করা গেছে। পরে এম এ আকমল হোসেন আজাদ সড়ক পথে শেরপুরে যান। 

শেরপুর সার্কিট হাউজে ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে পূর্বনির্ধারিত
মতবিনিময় সভা করেন তিনি। সভায় অংশ নেন পরিচালক, ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ময়মনসিংহ,  সিভিল সার্জন ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোণা জেলা, নির্বাহী প্রকৌশলী, এইচইডি ময়মনসিংহ ও নেত্রকোণা, তত্ত্বাবধায়ক/পরিদর্শক, ঔষধ প্রশাসন অধিদপ্তর শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা।

২৬ অক্টোবর সকালে শেরপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে বিকেলে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনেই ঢাকায় ফিরে যাবার কথা রয়েছে তার।জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু