হাজিপুর বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা বারোটায় জেলার জাতীয় ভোক্তা - অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তার সাথে ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর অমলেশ দে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য।
অভিযান পরিচালনার সময়ে বাজারের শিপন ষ্টোর নামের
দোকানে তারিখ বিহীন শিশু খাদ্য ও নকল পণ্য জব্দ করেন।জানা যায় এর আগেও একিই ষ্টোরে অভিযান পরিচালনা করে জরিমানা করে তাকে সতর্ক করে দেয়া হয়েছিলো, ঐসকল শিশু খাদ্য এবং তারিখ বিহীন নকল পণ্য যেনো বিক্রি না করেন। দোকানদার পূর্বের জরিমানা ও সতর্কবার্তার তোয়াক্কা না করে নিষিদ্ধ পণ্য পূনরায় বাজারজাত করা সংশ্লিষ্ট অপরাধের জন্য নগদ ২০(বিশ) হাজার টাকা জরিমানা করেন এবং নিষিদ্ধ পণ্য গুলো বাজেয়াপ্ত করে পুড়িয়ে দিয়ে সাময়িক সময়ের জন্য দোকান বন্ধ ঘোষণা করেন। এরপর বাজার ঘুরে ডিমের আড়ৎ ও কাচামালের বিভিন্ন পণ্যর দাম যাচাই করেন। একসময়ে জনসাধারণ বিভিন্ন অভিযোগ তুলে ধরলে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা বলেন,আপনারা পণ্য কিনে প্রমাণ স্বরুপ আামাদের কাছে নিয়ে আসুন আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।
আপনার মতামত লিখুন :