ad728

শিবচর উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবায় জন-সাধারনের ভোগান্তি।


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মোঃ রুবেল আহমেদ 
শিবচর উপজেলা প্রতিনিধি 

শিবচর উপজেলা হাসপাতালে জনবল সংকট চিকিৎসা সেবা নিতে দীর্ঘ সময় দাড়িয়ে থাকতে হয় রোগীদের।
দীর্ঘ সময় টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহে রোগীদের সময় ব্যয় হয়,শুধু তাই না,অনেক বৃদ্ধ মানুষও দীর্ঘ সময় টিকিট সংগ্রহ করতে দাড়িয়ে থাকতে হয়।ডাক্তার দেখানোর সময়ও একই চিত্র,দীর্ঘ সময় দরজার সামনে দাড়িয়ে থাকতে হয়, রিপোর্ট দেখাতে রিপোর্ট নিয়ে এসে আবার দ্বিতীয়বার দাড়িয়ে অপেক্ষা করতে হয়। নেই বসার ব‍্যাবস্থা।

সমস্যা সমাধানে রোগী ও সাধারণ জনগণের পরামর্শ এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ  :-
১)টিকিট কাউন্টারে জনশক্তি বৃদ্ধি করা যাতে দ্রুততার সহিত টিকিট দেওয়া সম্ভব হয়..
২) ডাক্তারের কক্ষের সামনে অতিরিক্ত অসুস্থ ও বৃদ্ধ রোগিদের জন্য কিছু বেঞ্চ /চেয়ারের ব্যবস্থা করা।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ