ইংরেজি বিভাগ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
তামিম ইকবাল রাজু, বরিশাল প্রতিনিধি
আজ বুধবার (৩০ অক্টোবর) ইংরেজি বিভাগের চতুর্থতম ছাত্র সংসদ ( স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইংলিশ ডিপার্টমেন্ট, বিইউ) নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর ভিপি মো: নাইম হোসেন(২০১৭-১৮), সাধারণ সম্পাদ আহমাদুল্লাহ(২০১৮-১৯) এবং কোষাধক্ষ্য মো: মিঠু(২০১৮-১৯) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও উক্ত নির্বাচনে সহ সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান(২০১৮-১৯), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ইয়াসিন কাজী (২০২০-২১), ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম উদয়(২০১৯-২০)। শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হাসান(২০২১-২২), সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তারিখ হোসেন(২০২১-২২), সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুর রহিম(২০২২-২৩), সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সুদর্শন সরকার(২০২১-২২), সংরক্ষিত নারী আসনে তাসনুবা শাহরিন সারা(২০২২-২৩) ও ফারহানা আক্তার(২০২১-২২)।
কার্যনির্বাহী সদস্য ১ ইসরাত জাহান মৌ(২০২০-২১), কার্যনির্বাহী সদস্য ২ আব্দুর রহমান সালেহ ,
কার্জ নির্বাহী সদস্য ৩ মিফতাহুল হাসান
উক্ত নির্বাচন সম্পর্কে তৃতীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিউর রহমান বলেন, প্রায় 85% ভোটারের উপস্থিতিতে সফলতার সাথে আমরা নির্বাচন কার্য সম্পাদন করেছি। আমরা অত্যন্ত আশাবাদী কমিটি বহুদূর এগিয়ে নিয়ে যাবে।
নব নির্বাচিত ভিপি মো: নাঈম হোসেন বিভাগের সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইংরেজি বিভাগের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :