ad728

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির পথসভা অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বাসুদেব সরকার, চাঁদপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে শুক্রবার (১ নভেম্বর) সব্ধ্যায় পথসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা ৬ টায় শহরতলীর দোকানঘর ও সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে পুরানবাজার-নতুনবাজার সেতুর দক্ষিণ প্রান্তে অনুষ্ঠিত পথসভাগুলোতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী ও সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন। সভায় নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি লাগামহীনভাবে চলছে। এতে সাধারণ মানুষ অতীষ্ঠ হয়ে পড়ছে। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ধারাবাহিকতা রক্ষা করে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। আইনশৃংখলার অবনতি হচ্ছে। বিচারহীনতা চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে মব জাস্টিস এখনও অব্যাহত আছে। এতে করে গত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে। গণ-অভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত হচ্ছে। অনতিবিলম্বে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আনতে হবে। আইনশৃঙ্খলা কাজকে শক্তিশালী করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, অন্যান্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে দেশকে অস্হিতিশীল করা যাবে না। এাকাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে নিয়ে যেতে হবে। দুর্নীতি শূন্যতে নামিয়ে আনতে হবে। অন্যথায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বৃহত্তর বাম-প্রগতিশীল শক্তিকে এক জায়গায় এনে বড় ধরনের গণআন্দোলন রচনা করা হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ