উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি :
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেছেন, দারিদ্র্য বিমোচনের প্রধান উপায় অর্থনৈতিক উন্নয়ন, আর অর্থনৈতিক উন্নয়নের শ্রেষ্ঠ মাধ্যম হলো 'সমবায়'। সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা সমবায় গণতান্ত্রিক পদ্ধতিতে স্বনির্ভরতা অর্জন ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে র্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খাঁন।
'সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্রাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহাজালাল কাজল, সম্প্রীতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আনিসুল হক পাটোয়ারী, স্বদেশ মাল্টিপারপাস সোসাইটির সম্পাদক মো. মোজাম্মেল হোসাইন ও ফ্রেন্ডস ২০০০ কর্মজীবি সমবায় সমিতির সম্পাদক মো. ফোরকান উদ্দিন সোহাগ প্রমুখ।।
সমবায়ের মাধ্যমে নিজেদেরকে আত্মনির্ভরশীল হওয়ার আহবান জানিয়ে ইউএনও মনজুর আলম বলেন, একটি নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। আমাদের সমাজে উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলে তিনি জানান।
অনুষ্ঠানে, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবছার হোসেন প্রমুখ ছাড়াও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, উদ্যেক্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একই সময়ে নিজেদের ভাগ্যন্নোয়ন করতে বিভিন্ন খাতে ঋণ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :