নওগাঁয় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ সহ আহত ৩, আটক ১
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় সন্ত্রাসী হামলার ঘটনা বিএনপির নেতা-কর্মী ৩ সহোদর আহত হয়েছে। এরমধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং দুইজন গুরুত্বর আহত হয়েছেন। তারা বিএনপি ও যুবদলের নেতাকর্মী। শনিবার দিবাগত রাত ১০টার দিকে সদরের ইয়াদ আলীর মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামীলীগের ক্যাডার বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল ও মোটরসাইকেলসহ মো. আরিফ হোসেন নামের একজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আহত ৩ সহোদররা হলেন, ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোনেসের ছেলে আব্দুল মজিদ (৫৯), কাবিল হোসেন (৫১), শফিকুল ইসলাম (৪৪)। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ সদর হাসপালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানান, রাত ১০ টার দিকে আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল দোকান বন্ধ করে ইয়াদ আলীর মোড় মজিদের গোস্তের দোকানে বসে ছিল হঠাৎ করে আলী হোসেন আওয়ামীলীগ সন্ত্রাসী নেতৃত্বে ৪ থেকে ৫ জন মোটরসাইকেল যোগে এসে পিস্তল দিয়ে গুলি ও চাপাতি দিয়ে কুপাইয়া রক্তাক্ত গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার সময় ১টি পিস্তল ও ১টি মোটরসাইকেল জনগণের চাপের মুখে পড়ে ফেলে দ্রুত চলে যায়। পরে ঘটনাস্থল থেকে পিস্তল ও মোটরসাইকেলসহ মো. আরিফ হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসী ক্যাডার মোহাম্মদ আলী দুই সহযোগীকে নিয়ে এসে হামলা চালিয়েছে।
নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ওয়ান শুটার গান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জড়িতদের দ্রুত আটক করা হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :