নওগাঁয় ৩ দিন ব্যাপী কৃষি ঋণ মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর সাপাহারে ৩ দিন ব্যাপী কৃষি ঋণ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। সোমবার সকাল ১১ টায় সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নওগাঁ জোনাল অফিসের ডিজিএম রুহুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, প্রাণি সম্পদ কর্মকর্তা ড. গোলাম রাব্বানী, মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন, সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক প্রমুখ। মেলা চত্বরে উপজেলার সকল সরকারি বে-সরকারি ব্যাংক ও এনজিও এর সমন্বয়ে ৮টি স্টল স্থাপন করা হয়। প্রধান অতিথি মেলার সকল স্টল পরিদর্শন করেন। মেলাটি ৪ নভেম্বর থেকে আগামী ৬ নভেম্বর পর্যন্ত মোট ৩ দিন চলবে। মেলা উপলক্ষে উপজেলার কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রায় শতাধিক কৃষকের মাঝে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :