শশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১.
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাইয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় শাহিনুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত শাহিনুর রহমান (২৫) বগুড়ার মহাস্থানগড় নামা বাজার এলাকার মৃত ছানাউল্লা প্রামানিকের ছেলে বলে জানা গেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, বুধবার ভোর ৫ টার দিকে জয়পুরহাট- মোকামতলা হাইওয়ে রোডের পুনট বাঁশের ব্রীজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে পাকা রাস্তার উপরে নিহত শাহীনুর রহমানের মৃতদেহ এবং তার একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মৃত্য ব্যাক্তিকে থানায় নিয়ে আসে।
নিহত শাহিনুরের বোন সুমনা আক্তার জানান, তারা সাত বোন, এক ভাই তাদের মধ্যে শাহিনুর ছোট। সে এক বছর আগে কালাই উপজেলার পুনট ইউনিয়নের জগডম্বুর গ্রামের আপলা পাড়ার জিয়াউর রহমানের মেয়েকে বিয়ে করেন। আজকে ভোরে তার শশুর বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে বাঁশের ব্রীজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
আপনার মতামত লিখুন :