অবৈধ্যভাবে বালু উত্তোলন নদী তীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা বাঁচাতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁতে আত্রাই নদীর তীরবর্তী একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা বাঁচাতে নদী থেকে অবৈধ্যভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ৭ নভেম্বর সকাল ১১ টায় নওগাঁর মান্দা উপজেলার বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী এ মানবন্ধন শেষে বানডুবি বাজার থেকে মদনচকের দও পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শতাধিক মানুষ অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, প্রভাবশালী ইজারাদারের লোকজন নিয়ম বর্হিভূত ভাবে আত্রাই নদীর মদনচক ও লক্ষীরামপুর মৌজায় অবৈধ ড্রেজার বসিয়ে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করে আসছেন। এতে নদী তীরবর্তী হাট বাজার, মসজিদ, মাদ্রাসা, মন্দির, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসলি জমি, বসতবাড়ী ও অভয়াশ্রম নদীগর্ভে বিলিন হওয়ার উপক্রম। এসব বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দায়ের করার পরেও কোন প্রতিকার না পাওয়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলেও বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন। অপরদিকে লক্ষীরামপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীর পানিতে পড়ে মাদ্রসা পড়ুয়া ছাত্রের মৃত্যুর জন্য বালু ব্যাবসায়ীদের দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। মানববন্ধনে তালিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফজলুর রহমান, আজিজুল হক, আব্দুল মান্নান, মোস্তাফিজুর রহমান পলিন, মুজাহিদ, আতাউর রহমান, আলমগীর হোসেন, রনজিৎ কুমার, সোহাগ এবং মমিন রাব্বী প্রমূখ।
আপনার মতামত লিখুন :