নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় শয়ন ঘর থেকে মৌসুমী আক্তার (২৫) নামে
এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাটি ঘটে নওগাঁর পত্নীতলার নজিপুর পৌর এলাকার আলহেরা পাড়ায়।
নিহত গৃহবধূর স্বজন, থানা ও স্থানিয়রা জানান, শুক্রবার ৮ নভেম্বর দুপুর ১২টারদিকে পত্নীতলা উপজেলার আলহেরা পাড়ায় ভাড়ায় নেওয়া বাসার শয়ন ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ভাড়া বাসায় থেকে নিহত গৃহবধূ মৌসুমী আক্তার নিজেই কাপড়ের ব্যবসা করতেন এবং তার স্বামী আনিসুর রহমান আনিস মোবাইল ফোনের ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি গ্রাহন গ্রামে। কিন্তু সংসার ও ব্যবসার তাগিদে তারা নজিপুরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। শুক্রবার দুপুর ১২টারদিকে গৃহবধূ তার শয়ন ঘরের দরজার ছিটকিনি বন্ধ করে লোকজনের অজান্তে ফ্যানের সাথে গলায় দড়ির ফাঁস দেয়। পরে বাসার লোকজন ঘটনা টেরপেয়ে দরজা ভেঙে দেখতে পান গৃহবধূ মৌসুমী আক্তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফ্যানের সাথে ঝুলছে।
ঘটনাটি পুলিশকে জানানো হলে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থলেই প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। গৃহবধূ মৌসুমী আক্তার আত্মহত্যা করছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন তার স্বজন সহ স্থানিয়রা। গৃহবধূ মৃত্যুর সত্যতা
নিশ্চিত করেছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান।
আপনার মতামত লিখুন :