নওগাঁয় আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যাচেষ্টা মামলা, বগুড়া থেকে আটক ১
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে ও কুপিয়ে ৩ ভাইকে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামী রফিক (৩৭) কে বগুড়া থেকে আটক করেছে র্যাব।
সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৫ ও র্যাব-১২ এর সদস্যরা। আটককৃত রফিক নওগাঁ জেলা সদর উপজেলার সাহাপুর মাষ্টারপাড়া এলাকার আব্দুস ছাত্তার এর ছেলে।
সোমবার পূর্বরাত ৩ টারদিকে গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঢাকা রোড পূর্বমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন র্যাব। মামলার বিবরণে জানা যায়, গত ২ নভেম্বর রাতে নওগাঁ জেলা শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় রফিকসহ অন্য আসামীরা আগ্নেয়াস্ত্র ও রামদা নিয়ে হামলা চালিয়ে আব্দুল মজিদ সহ আপন ৩ ভাইকে হত্যাচেষ্টা চালান। এসময় স্থানিয়রা গুলিবৃদ্ধ সহ রামদার কোপে গুরুতর আহত অবস্থায় ৩ ভাইকে উদ্ধার পূর্বক প্রথমে নওগাঁ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়েগেলে তাদের ৩ ভাইয়ের জখম গুরুতর হওয়ায় গুলিবৃদ্ধ আব্দুল মজিদ ও তার দু ভাই কাবিল হোসেন (৩০) ও শফিকুল ইসলাম (৪৮) কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
র্যাব জানায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর নওগাঁর বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকায় মোহাম্মদ আলী নামে আওয়ামী লীগের এক ক্যাডারের অবৈধ দখলে থাকা জমি উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেয় এলাকার সচেতন ব্যক্তি ভিকটিম আব্দুল মজিদ। এ ঘটনার জেরে ঘটনার দিন শনিবার রাতে ইয়াদ আলী মোড় এলাকায় মোটরসাইকেল যোগে দুর্ধর্ষ সন্ত্রাসী রফিক, মোহাম্মদ আলী ও মিলন আসেন এবং দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী ভিকটিম আব্দুল মজিদকে দেখা মাত্রই আগ্নেয়াস্ত্র দিয়ে সরাসরি গুলি করেন এসময় আব্দুল মজিদের দুই ভাই এগিয়ে গেলে এসময় দুর্ধর্ষ সন্ত্রাসী রফিক ও মিলনসহ অন্যান্য সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে ৩ ভাইকে কোপাতে থাকেন। ঐ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে কোপানো হয় স্থানীয় সুবিদ আলী নামে এক ব্যাক্তি কেও। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে দুর্ধর্ষ সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় আহতদের ভাই বাদী হয়ে নওগাঁ জেলা সদর মডেল থানায় একটি অস্ত্র মামলা ও একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়েরের পর র্যাব-৫ এবং র্যাব-১২ এর আভিযানিক দল রফিককে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন ঢাকা রোড পূর্বমাথা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, গ্রেফতারকৃত আসামী রফিক কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :