ad728

নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহবান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

খাগাড়ছড়ি প্রতিনিধি:

কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, বিএনপির লক্ষ্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। আমরা গত ১৭ বছর ভোটের অধিকারের জন্য লড়াই করেছি। একদিনে বিজয় অর্জিত হয়নি মন্তব্য করে তিনি বলেন, ১৫ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার পতন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে বলেছেন, বিএনপির হাতেই দেশ ও জনগন নিরাপদ। 

সোমবার (১১ নভেম্বর) বেলা ২টার দিকে শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো বিএনপির দুর্গখ্যাত মাটিরাঙ্গায় ভয়হীন পরিবেশে বড় কোন জনসমাবেশে বক্তব্য রাখলেন ওয়াদুদ ভুইয়া। সমাবেশকে ঘিরে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে থাকে। বেলা ১১টার আগেই কানায় কানায় পুর্ন হয়ে যায় সমাবেশস্থল। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে কোথাও তিল ধারনের ঠাই ছিলনা। 

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. বাহাদুর খান সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে খাগাড়ছড়ি জেলা বিএনপির জৈষ্ঠ্য সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, খাগাড়ছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্ঠা জাকিয়া জিনাত বীথি, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, নাছির আহাম্মদ চৌধূরী, সাধারন সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ওয়াদুদ ভুইয়া বলেন, আজকের এ সমাবেশ সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং দেশ গড়ার সমাবেশ। গণতন্ত্র ও দেশবিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই। অন্তবর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা দেশে-বিদেশে  এখনো সক্রিয়। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। জনগণকে সাথে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদেও প্রতিহত করতে হবে। 

পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অতীতেও বিএনপি কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করবে মন্তব্য করে ওয়াদুদ ভূইয়া পাহাড়ের সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টে যে কোন ধরণের চক্রান্ত্র মোকাবেলায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।  

সমাবেশে খাগাড়ছড়ি জেলা যুব দলের সভাপতি মো. মাহবুবুল আলম সবুজ, খাগাড়ছড়ি জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহেনা আকতার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠিনক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম, বড়নাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হক, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান সজল, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াসুদ্দিন ও পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল মান্নান রানা প্রমুখ ছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অংগসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।