ad728

নওগাঁর সাপাহারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নি সংযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে বিএপির ওয়ার্ড  কার্যালয়ে গভীর রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়েগেছে অফিসের আসবাবপত্র। এছাড়া কার্যালয়ের ভিতর থেকে থানা পুলিশ লাল কসটেপে মোড়ানো ৩টি ককটেল স্বাদৃশ্য বস্তু উদ্ধার করেছে।  
সোমবার দিবাগত গভীর রাতে নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাহাড়ীপুকুর মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ ও ককটেল স্বাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনা ঘটে।
স্থানীয় জনসাধারণ সূত্রে জানা গেছে, পাহাড়ীপুকুর মোড়ে অবস্থিত বিএনপির স্থানীয় দলীয় কার্যালয়টি কয়েক দিন পূর্বে ওয়ার্ড সভাপতি তালাবদ্ধ করে চলে যায়। সভাপতির অনুপস্থিতিতে কার্যালয়টি কয়েক দিন ধরে বন্ধ ছিলো। ঘটনার দিন সোমবার দিবাগত রাত ১০টা পর্যন্ত প্রতিদিনের মত মানুষজনে সোরগোল ছিল মোড়টি। রাত্রী ১০টার পর সকল লোকজন বাসায় চলে গেলে গভীর রাতের অন্ধকারে কে বা কাহারা দলীয় কার্যালয়ের তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এতে দলীয় কার্যালয়ে থাকা একটি প্রজেক্টর মেশিন, পর্দা, টিভি, প্রায় ২৫টি প্লাস্টিকের চেয়ার কিছু দলীয় ব্যানার ও দলীয় কাগজপত্র পুড়ে যায়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন দলীয় কার্যালয়ে ধোয়া ও তালা ভাঙ্গা দেখে ঘরে প্রবেশ করে আগুনে পোড়ার দৃশ্য ও মেঝেতে ককটেল স্বদৃশ্য বস্ত পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক ও এসআই এমদাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌছে দলীয় কার্যালয়ের আগুনে পুড়ে যাওয়া দৃশ্যগুলি দাখেন ও কার্যালয়ের ভেতর পরিত্যাক্ত অবস্থায় লাল কসটেপে মোড়ানো ৩টি ককটেল স্বাদৃশ্য বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এব্যাপারে সাপাহার থানার ওসি জানান যে, অবিষ্ফোরিত ককটেল স্বাদৃশ্য বস্তুগুলি থানায় নিয়ে পরিক্ষা নিরিক্ষার পর নিষ্ক্রিয় করা হবে এবং পরে এবিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ