ad728

তিস্তা ডিগ্রি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মোঃ সুজন ইসলাম, ডিমলা (নীলফামারী) 
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ডিগ্রী কলেজে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সুসম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ অধ্যক্ষের রুমে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

৪৮ জন ভোটারের মধ্যে দুইজন বাদে বাকিরা তাদের বৈধ ভোটাধিকার প্রয়োগ করেন। কলেজের এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

নির্বাচিত প্রার্থী হলেন- সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. শফিকুল ইসলাম লেবু তিনি ভোট পেয়েছে ৩০টি। অপরপক্ষে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নুর বেলাল হোসেন তিনি ভোট  পেয়েছেন ১৬টি। নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোখলেছুর রহমান। 

সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজ পরিচালনা পরিষদ এডহক কমিটির সভাপতি ও খালিশা চাপানি ইউপি সাবেক চেয়ারম্যান মইনুল হক এবং বিদ্যোৎসাহী সদস্য মাওলানা কাজী মো. হাবিবুর রহমান।

ভোট গণনা শেষে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম বলেন, শিক্ষার গুণগত মানউন্নয়ন ও ঝরেপড়া শিক্ষার্থীদের কলেজগামী করার জন্য নানামুখী পদক্ষেপ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এছাড়া কলেজের সার্বিক উন্নয়নসহ শিক্ষক ও কর্মচারীদের যে কোনো ধরনের স্বার্থপরিপন্থী পরিস্থিতি মোকাবেলায় সবসময় তাদের পাশে থাকার দৃঢ়প্রত্যয়  ব্যক্ত করেন তিনি। 

কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মুখলেছুর বলেন, নিরপেক্ষ ও স্বতঃস্ফূর্তভাবে আজকের এই নির্বাচন সুসম্পন্ন করায় সকলকে ধন্যবাদ। সব শিক্ষকের ইচ্ছা এবং গভর্নিং বডির সিদ্ধান্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবিধি অনুসারে এই নির্বাচন হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ