বাগেরহাটের মোরেলগঞ্জের একই পরিবারের দুই ভাই-বোন নিখোঁজ।
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এম মোহাম্মদ ওমর।
দৈনিক বেলা বার্তা।
মোরেলগঞ্জে রুমা আক্তার (১২) ও রবিউল ইসলাম (৫) নামে আপন দুই ভাই-বোন নিখোঁজের ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ৭টা থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তারা উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের মৎস্যজীবী মো. রিয়াজুল ইসলাম ও চম্পা বেগমের সন্তান।
বর্তমানে তাদের বাবা রিয়াজুল ইসলাম জীবিকার তাগিদে মাছধরা ট্রলারে সমুদ্রে অবস্থান করছেন। বাবার অনুপস্থিতে মা চম্পা বেগম সন্তানদের খুঁজে পেতে বৃহস্পতিবার সকাল থেকে মাইক নিয়ে বিভিন্ন এলাকায় হন্যে হয়ে ঘুরছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে চম্পা বেগম জানান, ছেলে-মেয়েদেরকে বকা দেওয়ায় তারা বুধবার বেলা ৭টার দিকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপরে আর বাড়ি ফেরেনি।
মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, দুই ভাই-বোন নিখোঁজের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ তাদের খুঁজে পেতে পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :