ad728

সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক।


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

এম মোহাম্মদ ওমর।
দৈনিক বেলা বার্তা।
শরণখোলা উপজেলার ৪নং সাউথখালি ইউনিয়নের তাফালবাড়ি বাজার সংলগ্ন বান্দা ঘাটা নামক এলাকায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

শরনখোলা থানার পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে সেনা সদস্যরা উপজেলার রায়েন্দা তাফালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে,গাঁজা বিক্রেতা আনিস হাং (৩৬) ও তার স্ত্রী রুনা আক্তার (৩২)কে আটক করে ।
এসময় তাদের কাছ থেকে ৪শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকের ব্যবসা করে আসছে বলে এলাকাবাসীরা অভিযোগে জানিয়েছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, গাঁজাসহ আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে থানার এসআই মাসুদ তালুকদার বাদী হয়ে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৬ তারিখ ১৪.১১.২০২৪। মামলার আসামীদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।