ad728

কক্সবাজার ফিউচার ক্যাডেট বৃত্তি পরীক্ষা সম্পন্ন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

নুরুল ইসলাম, কক্সবাজার 

কক্সবাজারে ক্যাডেট তৈরির লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলায় অবস্থিত কক্সবাজার ফিউচার ক্যাডেট একাডেমি কর্তৃক আয়োজিত কক্সবাজার ফিউচার ক্যাডেট বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকায় কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলে এ বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জেলার বিভিন্ন স্কুলের  প্রায় ৬০০ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে ১১.৩০ মিনিট পর্যন্ত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এতে কক্সবাজার জেলার ৮ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তারা মনে করেন বৃত্তি পাওয়া বড় বিষয় না অংশ গ্রহণ করে জ্ঞান অর্জন করা মূখ্য উদ্দেশ্য।  এবং তারা এ পরীক্ষায়  সফলতা কামনা করেন। ঈদগাঁ উপজেলার এক শিক্ষার্থী বলেন তিনি এ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার আশা ব্যক্ত করে বলেন, আমি বৃত্তি পাওয়ার ব্যাপারে ৭০% আশাবাদী। আশা করছি আমি বৃত্তি পাব। 

কক্সবাজার সদর উপজেলার তানজিমুল মাদ্রাসার একজন শিক্ষক বলেন, আমরা ৮ জন শিক্ষার্থী এই ক্যাডেট বৃত্তি পরীক্ষা অঅংশগ্রহণ করেছি আশা করছি আমরা ৮ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হবে।
এতে ফিউচার একাডেমির প্রচারণা চালানোর জন্য বিভিন্ন স্টল তৈরি করা একজনের সাথে কথা বলে জানা যায়, তারা এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে তাদের ক্যাডেট ভর্তি কার্যক্রম প্রচার ও প্রসার করে। এবং এ একাডেমির সফলতা মানুষের মাঝে জানিয়ে দেওয়া।

পরীক্ষা শেষে ফিউচার ক্যাডেট একাডেমির পরিচালক ও সিও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ২ বছর যাবৎ আমরা এ বৃত্তি পরীক্ষা চালু করেছি। প্রথমে ছোট পরিসরে হলেও এবার আমরা কক্সবাজারের প্রসিদ্ধ বিদ্যালয় কেজি এন্ড মডেল হাই স্কুলে ভেন্যু করে বড় পরিসরে ৬০০ ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে এ পরীক্ষা আয়োজন করেছি যেন কক্সবাজারের মানুষ ক্যাডেট সম্পর্কে জানতে পারে।তিনি মনে করেন এ বৃত্তি কক্সবাজারে আলোড়ন সৃষ্টি করবে এবং সন্তানদের ক্যাডেট ভর্তি আরও তরান্বিত করবে। ক্যাডেট ভর্তি হয়ে তাদের সন্তানদের জীবন সুশৃঙ্খল করতে পারে

আলোচিত শীর্ষ ১০ সংবাদ