নওগাঁয় ছাত্রীদের সাথে অনৈতিক আচরণ করার অভিযোগে শিক্ষক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
একাধিক ছাত্রীদের সাথে অনৈতিক আচরণের অভিযোগে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গণিত) মোঃ মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছেন বিদ্যালয় কতৃপক্ষ। গত বুধবার মিটিংয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
জানা যায়, রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে একাধিক ছাত্রীর সাথে অনৈতিক আচরণ করতেন। বিষয়টি জানাজানি হলে ঐ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া কয়েক জন ছাত্রী সহকারি শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন। এছাড়াও ক্লাস বর্জন করে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। পরে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম শাহ্ অভিযোগ ও শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি লিখিতভাবে রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানকে জানান। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম বিদ্যালয় গিয়ে বিষয়টি তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিষয়টি নিয়ে গত বুধবার অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় আলোচনা হয়। আলোচনায় শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম শাহ্ ঐ দিনই তাকে সাময়িক বরখাস্ত করেন।
এ ব্যাপারে শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান তার বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে কয়েক জন ছাত্রী অন্যের খাতা দেখে লেখার চেষ্টা করছিল। এতে বাধা দেয়ায় ঐ ছাত্রীরা ক্ষুদ্ধ হয়ে আমার বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে মিথ্যা অভিযোগ করেন। এছাড়া ও বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আগে থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদের ষড়যন্ত্রেরই শিকার হয়েছেন তিনি বলেও দাবি করেন। তিনি আরো বলেন, তাদের আলাপ-আলোচনার কিছু অডিও রেকর্ডও তার কাছে রয়েছে।
ঘটনার ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, তদন্তে প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখান্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :