ad728

ইসলাম গ্রহণ করে ‘মোহাম্মদ ইউছুপ’ হলেন খুরুশকুল হিন্দু পাড়ার অন্তর দে জয়


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

নুরুল ইসলাম কক্সবাজার 

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল দক্ষিণ হিন্দুপাড়ার বাসিন্দা জহর লাল দে’র সন্তান অন্তর দে জয় হলফনামা মূলে  ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি অন্তর জয় নাম পরিবর্তন করে নতুন পরিচয়ে হয়েছেন মোহাম্মদ ইউছুপ।

২০০০ সালের ৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণকারী মোহাম্মদ ইউছুপ প্রাপ্তবয়স্ক হয়ে সুস্থ মস্তিষ্কে এবং সম্পূর্ণ স্বেচ্ছায় স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে পবিত্র কলেমা শরীফ ‘লা ইলাহা ইল্লাহু মুহাম্মদুর রাসুলুল্লাহ (সঃ)’ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন নিজেই।

 হলফনামায় তিনি স্বীকার করেন ইতিপুর্বে আমি হিন্দু ধর্মাবলম্বী ছিলাম এবং আমার পূর্ব নাম-অন্তর দে জয় ছিল। আমি একজন সুস্থ  বিবেক বুদ্ধি সম্পন্ন লোক এবং ইসলাম ধর্মকে একমাত্র সত্য ধর্ম জানিয়া, বুঝিয়া, ইসলাম ধর্মীয় বিভিন্ন আচার অনুশাসন, ইসলাম ধর্মের সৌন্দর্য্য ইত্যাদির প্রতি আকৃষ্ট হইয়া গভীর  চিন্তা ভাবনা করিয়া ইসলাম ধর্ম গ্রহণে  সিদ্ধান্ত গ্রহন করি।

গত ১২ নভেম্বর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এডভোকেট রিদুয়ান হাসানের স্বাক্ষরিত হলফনামার মাধ্যমে তিনি তার ধর্মান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ