জামালপুরে ট্রাফিক সপ্তাহ -২০২৪ উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মোঃরাকিব হাসান জামালপুর।
জামালপুরে ট্রাফিক সপ্তাহ ২০২৪ উপলক্ষে "ট্রাফিক আইন মেনে চলুন নিরাপদে ঘরে ফিরুন" এই প্রতিপাদ্যটি সামনে রেখে ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৭নভেম্বর)জামালপুর ট্রাফিক বিভাগ, জেলা পুলিশের আয়োজনে বেলা বারোটায় জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের জেলা বাস - মিনিবাস শ্রমিক ইউনিয়নের অফিস কক্ষে বাস মালিক,ড্রাইভার, হেলপার ও বাস সুপারভাইজারদের উপস্থিতিতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম জার্নিস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিআরটিএ’র ইন্সপেক্টর মোহাম্মদ আফতাবুল ইসলাম, জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-ঢাক-৮২২ এর সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মোঃ আব্দুস সোবহান, জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ড ভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফেরদৌস আলম কেরামত,জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃনং-ঢাকা-৩৬৪০ এর কার্যকরী সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিনহাজ, সহ-সভাপতি মোঃ লিটন শিকদার ও মালিক শ্রমিক সহ প্রায় দুই শতাধিক ব্যক্তিবর্গ।
স্বাগত বক্তব্য রাখেন, সার্জেন মোঃ শরিফ হোসেন,ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মাসুদ রানা,টি আই মোঃ জহিরুল ইসলাম, টি আই মোঃ ফকির সাইফুদ্দিন, টি আই জাহাঙ্গীর আলম, সুজন চনআই জাহাঙ্গীর আলম, সুজন চন্দ্র পাল, টিএসআই মোঃ আবুল কালাম, কনস্টেবল মোঃ নাহিদুজ্জামান নাহিদ প্রমূখ।
কর্মশালায় উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে ট্রাফিক সপ্তাহ-২০২৪ এর সচেতনতামূলক বিষয় গুলো মেনে চলার আহবান জানানো হয়।অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না।
মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন, মোবাইল কিংবা হেডফোন কানে দিয়ে রাস্তা গাড়ি চালাবেন না। অযথা হর্ণ বাজাবেন না। যত্রতত্র গাড়ি পার্কিং করবেন না। ট্রাফিক সিগন্যাল মেনে চলবেন। গাড়ি চালানোর সময় গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র /ডকুমেন্টস সাথে রাখবেন। ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করবেন না। সড়কের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশকে সহায়তা করুন।
সভাপতি কর্মশালার সমাপ্তি ঘোষণার আগে ট্রাফিক নির্দেশনা গুলো মেনে চলার আহব্বান ও জেলা ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের এমন সচেতনতামূলক কর্মশালা করার জন্য কৃতজ্ঞতা স্বীকার করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মামুন মুনশী।
আপনার মতামত লিখুন :