ad728

এলসিএস মহিলা ও সুপারভাইজার নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু

জামালপুর মেলান্দহে উপজেলা প্রকৌশলীর দপ্তরে ওয়ার্ক এসিস্টেন্ট নজরুলের বিরুদ্ধে এলসিএস মহিলা নিয়োগ থেকে শুরু করে ব্রিজের পাইলের খাঁচা চুরির অভিযোগ। 

অভিযুক্ত মেলান্দহ উপজেলা প্রকৌশলীর দপ্তরের ওয়ার্ক এসিস্টেন্ট,নজরুল এলসিএস মহিলাদের কাছ থেকে দুই হাজার করে টাকা এবং সুপারভাইজারের কাছ থেকে ১৫ হাজার করে টাকা নেয়। চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে, এই-ভাবে  কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন নজরুল। 

বিষয়টি মেলান্দহে উপজেলা প্রকৌশলীর দপ্তরে জানাজানি হলে পরবর্তীতে উপজেলা প্রকৌশলী লটারির মাধ্যমে এলসিএস মহিলা কর্মী ও সুপারভাইজার নিয়োগ প্রদান করেন। 

বকশীগঞ্জ মেরুরচরে সাত বছর আগে একটি  ব্রিজের কাজ পায় এবং যৌথভাবে কাজটি করেন জামালপুরের চৌধুরী কনস্ট্রাকশন ও নোয়াখালীর বাঁশি কনস্ট্রাকশন নামের এই দুটি ঠিকাদার প্রতিষ্ঠান। এই ব্রিজের প্রতিটা পাইলের চারটি খাঁচা দেওয়ার কথা থাকলেও সেখানে তিনটি খাঁচা দিয়ে, একটি খাঁচা না দিয়ে,সেখানে তিনটি খাঁচা ব্যবহার করে,আর্থিক সহযোগিতা নেয় ঠিকাদারের কাছ থেকে,ওয়ার্ক এসিস্টেন্ট নজরুল। 

পরবর্তী ২০২৪ সালে মেলান্দহ ঘোষেরপাড়া ইউনিয়নের আরেকটি ব্রিজের কাজ পায় জামালপুরের ফারহান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এই কাজটিতেও ব্রিজের পাইলের খাঁচা চুরির চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্য জনক বিষয়  দেশের খারাপ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ কাজ টি বন্ধ করে দেয়। 

ওয়ার্ক এসিস্টেন্ট,নজরুল জামালপুর জেলার যেসব উপজেলায় বড় বড় ব্রিজের কাজ হয়েছে নজরুল সেখানেই পোস্টিং নিয়েছেন। উনার মূল কাজই হল পাইলের খাঁচা চুরি করে ঠিকাদারের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া। ওয়ার্ক এসিস্টেন্ট,নজরুল একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং বছরের পর বছর দুর্নীতি করে,দাপটের সাথে চাকরি করে যাচ্ছেন। 

এই বিষয়ে উপজেলা প্রকৌশলী মেলান্দহ শুভাশিস রায়,নজরুলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য জামালপুর নির্বাহী প্রকৌশলী এলজিইডির (উজ্জল ত্রিপুরা) কাছে লিখিত ভাবে অবহিত করেন। 

এ বিষয়ে জামালপুর নির্বাহী প্রকৌশলী উজ্জল ত্রিপুরা বলেন,ইতিমধ্যেই ওয়ার্ক এসিস্টেন্ট,নজরুল এর রিপোর্ট পাঠিয়ে দিয়েছি তত্ত্বাবধায়ক প্রকৌশলী  এল জি ই ডি ময়মনসিংহে।