নওগাঁয় চাঞ্চল্যকর সুমন হত্যার মূল আসামী বুলবুল আটক
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় ব্যাপক আলোচিত ও চাঞ্চল্যকর কম্পিউটার ব্যবসায়ী সুমন হোসাইন (২৩) কে হত্যার সাথে জড়ীত মূল আসামী বুলবুল কে ঢাকা (গাজীপুর কোনাবাড়ী) এলাকা থেকে আটক করেছে নওগাঁ জেলা পুলিশ।
এ ঘটনায় সুমন হোসাইন এর বড় বোন মৌসুমী আক্তার বাদী হয়ে ঘটনার দিন রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার গাহন গ্রামের আব্দুল করিমের ছেলে বুলবুল ইসলাম (৩৫) সহ অজ্ঞাত আরো ৯-১০ জনকে আসামী করে পত্নীতলা থানায় মামলা করেন।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, আলোচিত ও চঞ্চল্যকর কম্পিউটার ব্যবসায়ী সুমন হোসাইন হত্যার মূল আসামী বুলবুল ইসলাম সুমন হোসাইনকে হত্যার পরে পালিয়ে যায়। পোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সে পালিয়ে গিয়ে ঢাকায় অবস্থান করছে। পরবর্তীতে ঢাকার গাজীপুর কোনাবাড়ী এলাকায় একটি বাসা থেকে বুধবার সন্ধা ৭ টারদিকে অভিযান চালিয়ে বুলবুলকে আটক করা হয়।
আটককৃত বুলবুল কে নওগাঁয় এনে বৃহস্পতিবার আদালতের কাছে সোপর্দ করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে এনে আসামীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে আলোচিত ও চাঞ্চল্যকর সুমন হোসাইন হত্যার মূল কারন বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :