ভেল্কি জুয়ার ভেল্কিতে প্রতারিত হচ্ছে তরুণ থেকে বৃদ্ধ, হারাচ্ছে সর্বোচ্চ, বেড়েছে খুন খারাবি
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
নুরুল ইসলাম
বর্তমান প্রজন্মের জন্য অনলাইন জুয়া একটি ভয়াবহ সামাজিক রোগ হিসেবে দেখা দিয়েছে। এর অন্যতম উদাহরণ হলো VELKI Live , একটি অনলাইন বেটিং এবং গেমিং সাইট, যা তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের আর্থিক এবং সামাজিক জীবনে মারাত্মক প্রভাব ফেলছে।
VELKI একটি অনলাইন গেমিং সাইট, প্রাথমিকভাবে বাংলাদেশ এবং ভারতে খেলার বেটিং এবং ক্যাসিনো খেলা নিয়ে আসে। এই ব্র্যান্ডটি তার অপারেশনগুলি দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে ফেলেছে এবং গেমিং পণ্য প্রদান করে।
VELKI ওয়েবসাইটটি খেলাধুলা এবং ক্যাসিনো গেম দেয়, তবে বেটিং প্রতিষ্ঠানের প্রধান ব্যবসা থাকে। দুটি লাইভ ওয়েবসাইট এবং অ্যাপ বিভিন্ন খেলার অপশন দেয়। সেখানেই পছন্দের খেলা চয়ন করতে পারেন যেমন ক্রিকেট, ফুটবল, কাবাডি, বাস্কেটবল, হর্স রেসিং, ভলিবল, বক্সিং, নম্বর 1 ফর্মুলা, টেনিস, টেবিল টেনিস, ই-স্পোর্টস ইত্যাদি। মেনু থেকে খেলার বিভাগে গিয়ে পছন্দের খেলা চয়ন করে। সাইটটি নতুন ঘটনার ক্যালেন্ডারটি প্রতিদিন আপডেট করে থাকে।
velki একটি অনলাইন জুয়া ওয়েবসাইট অনলাইনে এই সাইটে বাজি ধরেন তরুণরা। অনলাইন জুয়া সাইটে যাওয়ার পর অনলাইন জুয়া খেলায় মত্ত থাকে । অনলাইনে অধিক লাভের আশায় গিয়ে হারাচ্ছে সর্বোচ্চ এবং সুরক্ষিত থাকার নাম দিয়ে হাতিয়ে নিচ্ছে মানুষের কোটি টাকা
অনিরাপদ ও অনির্ভরযোগ্য অনলাইন জুয়া। velki live app অনলাইন গেমিং সাইটটি অত্যন্ত দুরদর্শিতার সাথে প্রতারণা করছে। তরুণ, বৃদ্ধ, যুবক,ধনী, গরীব কেউ বাদ যাচ্ছে না এই বেটিং সাইট থেকে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে প্রলুব্ধ করে একাউন্ট খুলতে। অনলাইন জুয়া সাইন আপ করে প্রথমে প্রলুব্ধ করার জন্য লাভ দেখিয়ে আকর্ষণ করে নেশায় পরিণত করে। পরে ধীরে হারাতে হারাতে নি:স্ব করে দিচ্ছে velki live অনলাইন জুয়া ওয়েবসাইট
অনলাইন গেমবলিং প্রেমিকদের জন্য এই ওয়েবসাইট velki জুয়া গেম খেলে এবং সাময়িক অর্থ জিতে সর্বোচ্চ পুরস্কার পেতে। কিন্তু সর্বোচ্চ পুরস্কার জিততে গিয়ে প্রতারিত হচ্ছে গ্রাহকেরা।
অনলাইনে জুয়া গেম খেলে টাকা লাভ করতে। velki live অনলাইনে বড় পুরস্কার জিততে জুয়া চালিয়ে যায়। অনলাইনে প্রাপ্ত 25000 টিরও বেশি উত্তেজনাপূর্ণ ব্যাকারট এবং স্লট জুয়া গেম এবং প্রতিদিন 14000টি অনলাইন জুয়া করে বিশাল বোনাস পুরষ্কার ঘোষণা রয়েছে কিন্তু বাস্তবে ফাঁকা গুলি ছাড়া কিছুই না। একসাথে 2000টি অনলাইন জুয়া গেমে খেলে অনলাইন জুয়া অভিজ্ঞতা অর্জন করে ঠিকই কিন্তু নি:স্ব হচ্ছে হাজারো পরিবার।
velki জুয়া খেলার ওয়েবসাইট প্রতারণা
অনলাইনে জুয়া খেলার পরামর্শ এবং সহায়তা পাওয়ার একটি টীম। এই ওয়েবসাইট থেকে বাংলাদেশের অনলাইন জুয়ার সেবা 24 ঘন্টা পাওয়া যায় ।
অনলাইন জুয়া বর্তমানে একটি বড় সামাজিক রোগ হয়ে ছড়িয়ে পড়েছে নষ্ট হয়ে যাচ্ছে তরণ সমাজ। ভেংগে যাচ্ছে হাজারো সংসার। নি:স্ব হয়ে যাচ্ছে কত যুবক। দেউলিয়া হয়ে যাচ্ছে হাজারো ব্যবসায়ী।
সহজে আকর্ষণীয় করতে ওয়েবসাইটটি ব্যবহার সহজ করে দিয়ে প্রতারণার ফন্দি আঁটে ভেল্কি। এই সুযোগে প্রতারণার ফাঁদকে আরও সহজ করে দেয়। সেই সুযোগ ব্যবহার করতে গিয়ে আটকে যায় ব্যাবহারকারীরা। এ ধরনের প্রতারক প্রতিষ্ঠান যা সবার জন্য বেটিং সুবিধাজনক করে রেখেছে । আপনি যদি নতুন ব্যবহারকারী হন velki live 123 আপনি দেখতে পাবেন যে এই ওয়েবসাইটটি সহজে ব্যবহার করা যায়। আপনি দ্রুত তথ্য অনুসন্ধান করতে এবং পর্যায়ক্রমে বাজি লাগাতে পারেন। এই বেটিং সাইটের ইন্টারফেস সমস্ত সময়ের জন্য আধুনিক এবং সহজ হয়ে থাকে বলা থাকলেও কোনও জটিলতা ছাড়া টাকা উত্তোলন করার কথা থাকলেও বাস্তবে টাকা উত্তোলন করার কোন সুযোগ নেই।আছে শুধু টাকা ডিপোজিট করার সহজ নিয়ম। এই ওয়েবসাইটটি ব্যবহারের সহজ করে কারণ আপনি যেখানেই এবং যে সময়েই বাজি লাগাতে পারেন। যতবেশি টাকা ডিপোজিট করবেন ততবেশি লাভজনক দেখাবে কিন্তু টাকা উত্তোলন করার কোন সুযোগ নেই এই বেটিং সাইটগুলোতে।
অস্থিতিশীল গেমিং ওয়েবসাইট সুকৌশলে প্রতারণার করে। এটি প্রথমে গ্রাহককে ছোট ছোট ডিপোজিট করে ১০০০, ২০০০ টাকা পরে ১০০০০ থেকে লক্ষ টাকা ডিপোজিট করে সব টাকা হারিয়ে ফেলে। ১০০০, ২০০০ টাকার ডিপোজিট করে লাভবান হয়ে বড় অংকের টাকা ডিপোজিট করে লাভের আশায় মূলধনসহ হারিয়ে ফেলে।
এবারের velki live 365 প্লেয়াররা লাভের একটি আংশ তার একাউন্টে জমা হয় দেখে আরও লাভের আশায় বড় ডিপোজিটের জন্য মেসেজ দেই কিন্তু এমন ডিপোজিট দেয় যা সম্ভব না এই সীমাবদ্ধতার কারণে ডিপোজিট মূলধন ও লভ্যাংশ উইথড্র করার সুযোগ থাকেনা । এই লাভের আকাঙ্ক্ষায় নেশায় পরিণত করে এবং ওয়েবসাইটটির জন্য জমা/উত্তোলনের নীতি নেই । আপনি এখানে দিন থেকে মূল অপরাজিত বেটিং সাথে প্রারম্ভ করতে পারবেন কিন্তু টাকা উইথড্র কারতে পাতবেন না
ঢাকা গুলশান, ভেটারা, নুরেরচালা ১৫/এ এলাকার মাইন উদ্দিন নামে একজন ব্যবহারকারীর সাথে কথা বলে জানা যায়, সে প্রথমে একাউন্ট খুলে ১০০০,২০০০ পরে ১০০০০ টাকা ডিপোজিট করে। এভাবে সে নেশা গ্রস্থ হয়ে পড়ে। সে বলেন এই টাকা আমার একাউন্টে জমা হয়ে আছে এভাবে সে তার সব টাকা হারিয়ে ফেলে। তার কাছে তার বাবার রেখে যাওয়া ১৮ লক্ষ টাকা এই ভেল্কি একাউন্ট খুলে হারিয়ে আজ নি:স্ব হয়ে পড়েছে। আজ তার কোন কিছুই নেই। এই ভেল্কি একাউন্ট ব্যাবহার করে নেশাগ্রস্থ হয়ে গেছে। এভাবে মাইন উদ্দিনের মত হাজারো যুবক হারাচ্ছে তাদের বাঁচার একমাত্র অবলম্বন।
velki live বেটিং সাইটের প্রতারণার কতগুলো শর্ত জুড়িয়ে দিয়েছে একাউন্ট খুলেতে গেলেই শর্ত মেনে একাউন্ট খুলে গেম খেলতে হবে শর্তগুলো জজনস্বার্থ বিবেচনায় তুলে ধরা হল:
ওয়েবসাইট টি যেহেতু বেটফেয়ার এর মাধ্যমে চলে – সেহেতু বেটফেয়ার এর নিয়ম এবং স্বিদ্ধান্ত অনুযায়ী সব কিছু হয়। এই বেট সাইটে বেট করতে হলে আপনাকে বেটফেয়ার এবং ভেল্কি র ম্যানেজমেন্ট যে কোন স্বিদ্ধান্ত আপনাকে বিনা শর্তে মেনে নিতে হবে।
** বিকাশ/নগদ এ টাকা পাঠানোর ২ ঘন্টার মধ্যে এজেন্ট এর সাথে যোগাযোগ করে পয়েন্ট নিতে হবে। ২ ঘন্টা পরে – টাকা কাউন্ট করা হবে না।
** এজেন্ট যদি ভুল করে কোন পয়েন্ট ডিপোজিট করে ফেলে – তাহলে ইউজার অই পয়েন্ট দিয়ে কোন ভাবেই বেট ধরতে পারবেন না। যদি পয়েন্ট দিয়ে বেট ধরে ফেলেন – এজেন্ট বা ভেল্কি ম্যানেজমেন্ট এর যে কোন স্বিদ্ধান্ত ইউজার কে মেনে তে নিতে হবে।
** বেট বাতিল হলে – অই বেট এর লাভ লস কিছুই হবে না।
** বেট কেন বাতিল হল – তার কারন আমরা জানার চেষ্টা করতে পারি – ভেল্কি বা বেটফেয়ার থেকে। কারন হিসাবে তারা যাই বলবে তাই ইউজার কে মেনে নিতে হবে।
এই বেটিং সাইটের বাংলাদেশ কান্ট্রি মানেজার ছদ্দ নাম আকাশ মালিক তাহার আন্ডারে আরও দুইটি সাইট আছে নাইন অইকেটস , বাজিওয়ালা।
এই বেটিং সাইটগুলো তরুণ প্রজন্মের জন্য অভিশাপ হয়ে নি:স্ব করে দিচ্ছে৷ এই বেটিং জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করলে সমাজে দিন দিন এর প্রভাবে বেড়ে চলবে খুন, রাহাজানি, ডাকাতি সহ সকল অপকর্ম। নষ্ট হয়ে পড়বে সামাজিক রীতিনীতি। ধ্বংস হয়ে পড়বে যুব সমাজ। সরকারের উচিত এই সমাজ নষ্টকারী বেটিং সাইটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে বন্ধ কতে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং দেশের টাকা বাইরে প্রচারের হাত থেকে রক্ষা করা।
আপনার মতামত লিখুন :