ad728

বাগেরহাটের মোরেলগঞ্জে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

এম মোহাম্মদ ওমর।
দৈনিক বেলা বার্তা।


বাগেরহাটে মোরেলগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে মফিজ সরদারের নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে হাসিব সরদার নামে এক যুবকের যাবজ্জীন কারাদন্ড দিয়েছেন আদালত।

 একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষনা করেন। রায়ের সময় ঘাতক হাসিব সরদার (২৭) আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত হাসিব সরদার মোরেলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের লোকমান সরদারের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাযায়, ২০২০ সালের ১২ আগষ্ট সন্ধ্যায় মোলেরগঞ্জ উপজেলার গরকাটা গ্রামের ভিকটিম মফিজ সরদার কুমারখালী বাজার থেকে বাড়ি যাবার পথে ওৎ পেতে থাকা আসামীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে সে মারা যায়। নিহত মফিজ সরদার স্থানীয় বাবুল হাওলদার হত্যা মামলার স্বাক্ষী থাকায় পুর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয় ।
এঘটনার দুদিন পর ওই বছরের ১৪ আগষ্ট নিহত মফিজ সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে ১৭ জনকে আসামী করে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তশেষে মোরেলগঞ্জ থানার তৎকালীন এসআই আব্দুল কাদের হাসিব সরদারকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির দীর্ঘ শুনানী ও সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক হাসিব সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মাহাবুব মোর্শেদ লালন। তিনি এই মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।