ad728

সোনালী ব্যাংকের শিক্ষা বৃত্তি বিজ্ঞপ্তি ২০২৩


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

তামিম ইকবাল রাজু , বরিশাল প্রতিনিধি 
 সোনালী ব্যাংক পিএলসি (ঢাকা ) শিক্ষা বৃত্তির ২০২৩ সংক্রান্ত পূর্নাঙ্গ বিজ্ঞপ্তি। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) এর অংশ হিসেবে দেশের দরিদ্র মেধাবী অগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওর,চরের শিক্ষার্থী, কৃষক দিনমজুর, ক্ষুদ্র নৃগোষ্ঠী, মেধাবী,এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্ত নিম্নোক্ত শর্তে অনলাইনে সোনালী ব্যাক পিএলসি এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাচ্ছে।
 ১. ক। ২০২৩ সালে এসে এসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমানের পর্যায়ে অধ্যায়নরত অথবা খ।২০২৩ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্মাতক বা সমমানের পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ।
 ২. এইচএসসি বা সমমান‌ পর্যায়ে অধ্যায়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে ৪.৫০ , ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষাথীদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০, এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে নূন্যতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত হতে হবে । স্মাতক বা সমমানের পর্যায়ে অধ্যায়নরত দরিদ্র ও মেধাবী কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের ক্ষেত্রে জিপিএ ৪.৫০ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষাথীদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে নূন্যতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত হতে হবে ।
 ৩. শুধু দরিদ্র শিক্ষার্থী / ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষাথী , শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম, অস্বচ্ছল, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান শিক্ষার্থী যাদের পিতা মাতা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫,০০০ হাজার টাকার ( মুক্তি যোদ্ধা ভাতা ব্যতীত , )বেশী নয় তারা আবেদন করতে পারবে। স্বচ্ছ সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই ।
 ৪. বৃত্তির পরিমান এক কালীন ১০,০০০ টাকা ।
 ৫. আগ্রহী প্রার্থীদের আগামী ২০-১১-২৪ হতে ০৯-১২-২০২৪ তারিখের মধ্যে এ ব্যাংকের ওয়েবসাইট wwww.sonalibank.com.bd/csrএ oneline application from পুরনের মাধ্যমে আবেদন করতে হবে www.prebd.com
 ৬.প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাময়ে সোনালী ব্যাক পিএলসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে । 
৭.প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদেরকে নিম্নবর্ণিত কাগজ পত্র সরবরাহ করতে হবে । প্রাথমিক বাছাইয়ে মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত অনলাইন এপ্লিকেশন অনলাইন ফর্ম ( শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর ও সীলমোহরযুক্ত সুপারিশ সহ ) । বর্তমানে অধ্যায়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধান কতৃক প্রদত্ত অধ্যায়ন সনদ । অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট,সনদ এবং নাগরিক সনদের সত্যায়িত কপি । জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের সত্যায়িত কপি। ইউনিয়ন পরিষদের মাসিক আয় সংক্রান্ত প্রত্যায়ন। চাকরিরত অভিভাবকদের পদবি এবং বেতন স্কেল সংক্রান্ত প্রত্যায়ন । মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ। প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর/জেলা উপজেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ এর সত্যায়িত কপি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি কতৃক সনদ/প্রত্যায়ন এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক উপযুক্ত সনদ/ প্রত্যায়নপত্র । 
 ৮. অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গন্য হবে ।
 ৯.শিক্ষা বৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়নে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত।
wwww.sonalibank.com.bd

আলোচিত শীর্ষ ১০ সংবাদ