ad728

শিল্পকলা একাডেমি সংস্কার ও শ্রেণি কার্যক্রম চালুর দাবিতে স্মারকলিপি পেশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বাসুদেব সরকার, চাঁদপুর জেলা প্রতিনিধি: 

জেলা শিল্পকলা একাডেমি সংস্কার, শ্রেণি কার্যক্রম চালু ও সাংস্কৃতিক অঙ্গন উজ্জীবিত করতে চাঁদপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০ টা ২০ মিনিটে জেলা প্রশাসকের নিকট ২৪টি  সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. এরশাদ উদ্দিন।

স্মারকলিপি প্রদানকালে ছিলেন জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি, কবি-প্রাবন্ধিক-গবেষক জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন বাবর, অনন্যা নাট্যগোষ্ঠীর সদস্য সচিব মুহাম্মদ আলমগীর, চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি অ্যাড. রফিকুজ্জামান রণি, মেঘনা থিয়েটারের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডাক্তার, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি দিলীপ কুমার ঘোষ, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মানছুরা আক্তার কাজল, প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জুয়েল হোসেন ফারাবি, চাঁদপুর লেখক পরিষদের অর্থ সম্পাদক ইমরান শাকির ইমরু, অরুপ নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র দাস।

স্মারকলিপির একাংশে উল্লেখ আছে, জুলাইতে তীব্র গণআন্দোলন থেকে শিল্পকলা একাডেমির শ্রেণি কার্যক্রম ৪ মাস বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীরা ব্যাপক ক্ষতিগ্রস্হ হচ্ছে। আর এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার ক্ষেত্রে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিই অবলম্বন।

অপর আরেকটি অংশে বলা আছে, শিল্পকলা একাডেমি ব্যবহারের পরিবেশ না পাওয়া সাংস্কৃতিক কর্মকাণ্ড নির্জীব হয়ে আছে; সংগঠনগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ছে; সাংস্কৃতিক কর্মীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা লক্ষ্য করা গেছে। ফলশ্রুতিতে যুব সমাজের একটা বড় অংশ অপরাধমূলক কাজে যুক্ত হয়ে যাচ্ছে। ফলে সুন্দর ও টেকসই সমাজ গঠনে একধরনের অন্তরায় তথা প্রতিকূল পরিস্হিতি তৈরী হবে। নেতৃবৃন্দ অবিলম্বে সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে জেলা শিল্পকলা একাডেমি উন্মুক্ত করে দিতে অনুরোধ করেন চাঁদপুর  জেলা প্রশাসককে।

বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনগুলো হচ্ছে- জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র, চর্যাপদ সাহিত্য একাডেমি, দোয়েল সাংস্কৃতিক সংগঠন, অনন্যা নাট্যগোষ্ঠী,স্বরলিপি নাট্যগোষ্ঠী, স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, অনুপম নাট্যগোষ্ঠী, প্রতিভা সাংস্কৃতিক সংগঠন, অনন্যা নাট্যগোষ্ঠী, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, জিয়া সাংস্কৃতিক সংগঠন, অরূপ নাট্যগোষ্ঠী, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তন, চাঁদপুর লেখক পরিষদ, বঙ্গজ সাহিত্য-সাংস্কৃতিকগোষ্ঠী, সংগীত নিকেতন, নটমঞ্চ, মৃদঙ্গ, নজরুল গবেষণা পরিষদ, চিত্রকলা চারু-কারু প্রতিষ্ঠান, বিনিময় নাট্যগোষ্ঠী, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়, মেঘনা থিয়েটার।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ